আব্দুর রাজ্জাক , দিনাজপুর ।- দিনাজপুর শহরের উপশহর আন্তঃব্লক ফুটবল টুর্ণামেন্টে চতুর্থ দিনের খেলায় ৫নং ব্লক ৫-২ গোলে ১নং ব্লককে হারিয়েছে।
৪ জানুয়ারি মঙ্গলবার বিকেলে দিনাজপুর শহরে উপশহর ৮নং ব্লক মাঠে টুর্নামেন্টের চতুর্থ খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো ইব্রাহিম খলিল।
এসময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় শহিদুল হক সেন্টু, ইকবাল হোসেন, নূর আলম হক খোকন, গরীব নেওয়াজ দুলাল, নিয়ামত উল্লাহ, মুক্তি, খোকনসহ সারোয়ার হোসেন, আব্দুল কুদ্দুস, নাবিল, ফাহিম, আহসানুজ্জামান চঞ্চল প্রমুখ।
চতুর্থদিনের খেলায় ৫নং ব্লক দলের খেলোয়াড়দের নৈপুণ্যতায় ৫-২ গোলে হেরে যায় ১নং ব্লক দল। সোমবার উপশহর ৫নং ব্লক মাঠে ৫ম খেলায় প্রতিদ্বন্ধীতা করবে পুরাতন ৬নং ব্লক দল বনাম ৮নং ব্লক দল। খেলাটি অনুষ্ঠিত হবে উপশহর ২নং মাঠে।
Leave a Reply