বজ্রকথা প্রতিবেদক ।- পীরগঞ্জ উপজেলার ডাস্টবিন থেকে এখনো ময়লা সরানো হয়নি। দিনে পর দিন ময়লা জমে জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। ডাষ্টবিনের ময়লা ঘাটছে কাক, কুকুর, বিড়াল। রোগ ছড়াচ্ছে মাছি। এ ব্যাপারে বজ্রকথায় রিপোর্ট প্রকাশ করা হয়েছিল কিন্তু বিষয়টি আমলে নেয়নি পীরগঞ্জ পৌর কর্তৃপক্ষ ! ছবি আছে
Leave a Reply