দক্ষিণ এশিয়ার সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সংগঠন “এফসাকল” এর কমিটির মেয়াদ শেষ হওয়ায়, কমিটি ভেঙ্গে দিয়ে ১১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ১৬ আগস্ট/২৩ খ্রি: বুধবার এফসাকল সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পর্বের কমিটি ভেঙ্গে দিয়ে আহবায়ক কিমিটি গঠন করা হয়।
নবগঠিত আহবায়ক কমিটিতে যারা রয়েছেন তারা হলেন ১। আহবায়ক- এ কে এম আমিনুর রহমান খোকন অবঃপ্রধান শিক্ষক হাজি বয়েন উদ্দিন পাবলিক স্কুল পীরগঞ্জ -রংপুর ২।যুগ্ম আহবায়ক- আবু আজাদ বাবলু সাধারণ সম্পাদক বাশিস পীরগঞ্জ শাখা, পীরগঞ্জ -রংপুর ৩। প্রভাষক নুজরুল ইসলাম শিক্ষক সরকারী শাহ আব্দুর রউফ কলেজ পীরগঞ্জ -রংপুর সদস্য ৪। মোঃ আসদুল্লাহেল গালেব প্রধান শিক্ষক ভীমশহর উচ্চ বিদ্যালয় ,পীরগঞ্জ -রংপুর সদস্য, ৫। মোঃ মোস্তাফিজুর রহমান প্রধান শিক্ষক চেতনার পাড়া উচ্চ বিদ্যালয়,পীরগঞ্জ -রংপুর সদস্য ৬। প্রভাষক আবিদা সুলতানা সাগরিকা শিক্ষক সরকারী শাহ আব্দুর রউফ কলেজ,পীরগঞ্জ -রংপুর সদস্য ৭। বাবু তরণী কান্ত মন্ডল শিক্ষক পীরগঞ্জ -রংপুর, সদস্য ৮। এ জে এম সিরাজুল ইসলাম উপদেস্টা বজ্রকথা সংবাদপত্র পীরগঞ্জ -রংপুর সদস্য ৯। লিটন মার্ক লাকড়া সভাপতি খৃস্টান এসাসিয়েশন পীরগঞ্জ -রংপুর সদস্য ১০। সাদেকুল ইসলাম প্রধান শিক্ষক বালুয়া উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ -রংপুর সদস্য ১১। বিনয় চন্দ্র মাস্টার শিক্ষক পীরগঞ্জ -রংপুর সদস্য। খবর বিজ্ঞপ্তির
Leave a Reply