শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন

এবার সাহিত্যে নোবেল পেলেন কবি লুইস গ্রিক

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৫৭২ বার পঠিত

ডেক্স রিপোর্ট।- সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের কবি লুইস গ্রিক। ৮ অক্টোবর ১১৭তম লেখক হিসেবে সাহিত্যে নোবেল বিজয়ী লুইস গ্রিকের নাম ঘোষণা করেছেন রয়্যাল সুইডিশ একাডেমি। কবি লুইস গ্রিক ১৯৪৩ সালে নিউইয়র্কে জন্মগ্রহণ করেছেন। লং আইল্যান্ডে বেড়ে ওঠেছেন তিনি। কবিতার শিল্প প্রকৌশলগত ভিন্নতার কারণে তিনি বহুল প্রশংসিত। ১৯৯৩ সালে টনি মরিসনের পর প্রথম আমেরিকান নারী হিসেবে এই সম্মাননা অর্জন করলেন গ্রিক। গ্রিকের কাজের মধ্যে তার ১২টি কবিতার বইয়ের পাশাপাশি রয়েছে সাহিত্যের ওপর বেশকিছু প্রবন্ধ। কবি সারা লরেন্স কলেজ, উইলিয়াম কলেজ, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা করেন। নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, তার সব কাজেই স্পষ্টবাদিতার প্রয়াস লক্ষণীয়। শৈশব ও পারিবারিক জীবন এবং বাবা-মা আর ভাইবোনের সঙ্গে চমৎকার সম্পর্ক সবসময় তার কাজের কেন্দ্রবিন্দুতে থেকেছে। তিনি মিথ ও শাস্ত্রীয় মোটিফ থেকে প্রেরণা নিয়ে বিশ্বজনীন হওয়ার চেষ্টা করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com