হারুন উর রশিদ সোহেল।- জাতীয় পার্টি থেকে বহিস্কারের দীর্ঘ আড়াই বছর পর অবশেষে এরশাদ পরিবারের অন্যতম উত্তরসূরী রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সাবেক সংসদ সদস্য হুসেইন মকবুল শাহরিয়ার আসিফের বিরুদ্ধে বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ২০১৭ সালের রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের সময় জারিকৃত জারিকৃত বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলে ফিরিয়ে নেয়া হয়েছে। গত ১৮ জুলাই ২০২০ শনিবার জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি স্বাক্ষরিত সাংগঠনিক আদেশ বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। এই আদেশ ইতিমধ্যেই কার্যকর হয়েছে। এদিকে দীর্ঘ ২ বছর সাত মাস ১০ দিন পর এরশাদ পরিবারের উত্তরসূরী ভাতিজা আসিফ শাহরিয়ারের বিরুদ্ধে জারিকৃত বহিস্কারাদেশ প্রত্যাহার করায় পার্টির চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন আসিফের ভক্ত ও সমর্থকরা। বিভিন্ন স্থানে তারা মিষ্টি বিতরণ করেছেন বলে জানা গেছে। আসিফের এই বহিস্কারাদেশ প্রত্যাহারে জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাসহ তার সমর্থক ও ভক্তরাদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে। তারা নতুন করে জাতীয় পার্টিকে সাজাতে পরিকল্পনাও করছেন। যাতে করে ফিরে আসে জাতীয় পার্টির হারানো গৌরব। এবিষয়ে কথা হয় রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করনী ইউনিয়নের জাতীয় পার্টির তৃণমূলের কর্মী বদিউজ্জামান রঞ্জুর সাথে। তিনি বলেন, আসিফ শাহরিয়ার হচ্ছে এরশাদ পরিবারের যোগ্য উত্তরসুরী। এরশাদ সাহেব বেঁচে থাকতে তাকে ভাতিজা নয় নিজের সন্তান হিসাবে পরিচয় দিতেন। আসিফ তৃণমুলের নেতা। তার নেতৃত্বে জাতীয় পার্টি আবার সুসংগঠিত হবে। জাতীয় পার্টির তৃণমুলের নেতাকর্মীরা জানান, জাতীয় পার্টির তৃণমুল পর্যায়ে এরশাদ পরিবারের সন্তান হিসাবে আসিফ শাহরিয়ারের ব্যাপক গ্রহণ যোগ্যতা রয়েছে। কারণ তিনি তৃণমুলের নেতাকর্মীদের সুখে-দুখে পাশে থেকেছেন। পার্টিকে শক্তিশালী করতে ছুটে চলেছেন। তার এই বহিস্কারাদেশ প্রত্যাহারে তৃণমুল নেতাকর্মীরা খুশি। এদিকে বহিস্কারাদেশ প্রত্যাহারের পর এক প্রতিক্রিয়ায় সাবেক এমপি হুসাইন মকবুল আসিফ শাহরিয়ার বলেন, আমার বড় আব্বা মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ ছিলেন ৬৮ হাজার গ্রামবাংলার নয়নমনি। তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক রাস্ট্রপতি ও বিরোধী দলীয় নেতা ছিলেন। তাঁর সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি আজ আমাদের মাঝে নেই। কিন্তুু রয়ে গেছে তাঁর স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো।আসিফ আরও বলেন, জাতীয় পার্টিকে শক্তিশালী করতে সংগঠন মজবুত করার লক্ষে কাজ করবো। ত্যাগী ও পরিক্ষিত নেতাকর্মীদের নিয়ে তৃণমুলে স্বচ্ছতার ভিত্তিতে কমিটি গঠন করে পার্টিকে তৃণমুলে শক্তিশালী করতে হবে।সূত্রে জানা গেছে, দলের নির্দেশ অমান্য করে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ২০১৭ সালের ৮ ডিসেম্বর তৎকালীন যুগ্ম-মহাসচিব হুসেইন মকবুল শাহরিয়ার আসিফকে বহিষ্কার করেছিলেন পার্টির চেয়ারম্যান, সাবেক রাস্ট্রপতি ও আপন বড় আব্বা হুসেইন মুহাম্মদ এরশাদ। ওই সময় আসিফকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ ও পদবি থেকে বহিস্কার করা হয়।এরপর থেকে এরশাদের অভিমানী ভাতিজা আসিফ শাহরিয়ার নিজেকে গুটিয়ে রাখেন। দীর্ঘ সময় ধরে রাজনীতির মাঠে তাকে আর দেখা যায়নি। তার বড় আব্বা এইচ এম এরশাদ ২০১৯ সালের ১৪ জুলাই মারা গেলে রংপুর-৩ (সদর ও সিটি) আসনটি শূন্য হয়। এই আসনে উপ-নির্বাচনে ভাই সাদ এরশাদের বিদ্রোহী হয়ে স্বতন্ত্র পদেও ভোট যুদ্ধে হেরে যান আসিফ। তবে এর আগে তিনি ২০০৮ সালে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ছাড়াও রংপুর জেলা কমিটির সদস্য সচিব ও বিলুপ্ত রংপুর পৌরসভা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি এরশাদের আপন ছোট ভাই সাবেক এমপি মোজাম্মেল হক লালুর ছেলে।
Leave a Reply