কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি মৎস্য খামারের নৈশ প্রহরীকে খুন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের দুর্গাপুরে রেললাইনের পাশের একটি জমি খেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত মাহতাব উদ্দিন (৫৫) দুর্গাপুর গ্রামের আবদুর রহিমের ছেলে। তিনি মৎস্য খামারে এক বছর যাবত মাসিক ছয় হাজার টাকা বেতনে নৈশ প্রহরীর কাজ করতেন। বৃহস্পতিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। চাঁন্দুপুর ইউনিয়ন চেয়ারম্যান মাহতাব উদ্দিন বলেন, রাত থেকে মাহতাবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মাতু মিয়ার ছেলে হৃদয় শুক্রবার (৪ ডিসেম্বর) ভোরে মৎস্য খামারের কাছে রেল লাইনের পশ্চিম পাশে তার পিতার মৃতদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকে। নিহতের মাথায় কানে পেটে এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে লাশ পতিত জমিতে রেখে যায়। পরদিন সকালে পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের চন্য কিশোরগঞ্জসদর হাসপাতালের মর্গে প্রেরন করে। এ ঘটনায় শনিবার নিহতের পিতা নুর উদ্দিন বাদী হয়ে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
Leave a Reply