রনবীর সিংহ কটিয়াদী থেকে।- কটিয়াদীতে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আকতারুন নেছার সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ মুশতাকুর রহমান। বিশেষ অথিতি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আশরাফুল আলম, কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকসানা আক্তার, সমাজসেবা অফিসার মোহাম্মদ মঈনুর রহমান মনির, প্রকৌশলী অফিসার শাহ আলম, পরিবার ও পরিকল্পনা অফিসার সাইদুর রহমান, কটিয়াদী পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু দিলীপ কুমার সাহা, সাংবাদিক বজ্র গোপাল বনিক, বেনী মাধব ঘোষ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
Leave a Reply