কা্উনিয়া (রংপুর) প্রতিনিধি।- ইতিহাসের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে রংপুরের কাউনিয়ায় খাদ্য অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। দেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে বিভিন্ন বনজ ও ফলজ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
গতকাল রবিবার বিকেলে উপজেলা খাদ্য গুদাম চত্তরে জলপাই, মেহগনি ও চালতা প্রজাতির তিনটি চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের। এসয়ম উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগড়ি) জাকির হোসেন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অমুল্য সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফান আলী, খাদ্য গুদান কর্মকর্তা শামীমা নাছরীন, উপ-খাদ্য পরিদর্শক দিলীপ রায় প্রমুখ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের বলেন, জলবায়ূর পরিবর্তন রোধে সামাজিক বনায়নের কোনো বিকল্প নেই। তিনি বলেন, মানুষের জীবন বাঁচাতে বৃক্ষের গুরুত্ব অনেক। প্রধানমন্ত্রীর উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। কাজেই আমরা সবাই গাছ রোপন করে দেশকে আরো প্রাকৃতিকবন্ধন হিসাবে গড়ে তুলতে চাই।
Leave a Reply