হারুন উর রশিদ সোহেল, রংপুর।- জাতীয় ছাত্রসমাজ রংপুর কারমাইকেল কলেজের ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইব্রাহীম খান জুয়েল ও সম্পাদক আল-মামুনের স্বাক্ষরিত ওই কমিটির ও মামুনুর রহমান মামুন সদস্যসচিব করেন। ১১ ডিসেম্বর শনিবার বিকেলে জাতীয় ছাত্রসমাজ রংপুর কারমাইকেল কলেজের আহবায়ক কমিটি আহবায়ক কামরুজ্জামান কামরান এতথ্য জানান।এতে রেজোওয়ানুর রহমান সৌধ, মেহেদী হাসান রাব্বী, কমল কান্তরায়, জীবন চৌধুরী, ইসমাইল হোসেন, এমদাদুল হক ইমন, শেখযাদু, মিনহাজুল ইসিলাম, এম এইস প্রিন্স, শাহীন সালমানকে যুগ্ম আহবায়ক করেন। সদস্য অনিক, শহিদুল ইসলাম, পল্লব রায়রোহিত, শ্রী সুমন রায়, আল মোবিন আলফি, মোস্তাফিজুর হেসেন, রফিকুল ইসলাম মরফিক, নাঈম হোসেন। অনুমোদিতকমিটি আগামী তিন মাসের মধ্যে রংপুর কারমাইকেল কলেজ শাখা ওআবাসিক হলের কমিটি গঠন করার শর্তে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন এর সুপারিশক্রমে এই কমিটি অনুমোদন করাহয়।
Leave a Reply