কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের কাহারোল উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আবারো বেড়েছে । কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম জানান, বুধবার পর্যন্ত ৭ জনসহ মোট ৭১ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। তার মধ্যে কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার করোনা ভাইরাসে পজেটিভ। তিনিসহ এই উপজেলায় মোট ৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন, সুস্থ ৫৩ জন, মৃত্যুবরণ করেছেন ১ জন ও চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম জানান ১৭জনকে সুস্থ্য করে তোলার জন্য নিবির ভাবে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
Leave a Reply