ফজিবর রহমান বাবু ।- মঙ্গলবার (৩০ নভেম্বর ২০২১) কাহারোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) এর আয়োজনে প্রাকৃতিক দুর্যোগে ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি গোপাল। এসময় ৩৬ জন প্রাকৃতিক দুর্যোগে ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ১ বান ঢেউটিন ও ৩ হাজার টাকা করে চেক বিতরণ করেন এমপি গোপাল।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আযম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রাজেন্দ্র দেব নাথ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লা প্রমুখ।
Leave a Reply