ফজিবর রহমান বাবু ।- প্রতিবন্ধী শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এমন মন্তব্য করে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলা, গান বাজনারও প্রশিক্ষণ দিতে হবে। তাদের প্রতি যত্নবান হতে হবে। তাহলে তারাও স্বাভাবিক জীবনে ভূমিকা রাখতে পারবে।
সোমবার (২৭ ডিসেম্বর ২০২১) কাহারোল উপজেলা পরিষদ চত্বরে সোস্যাল এইড এর আয়োজনে মমতা পল্লী উন্নয়ন সংস্থা’র সহযোগিতায় মুসলিম হেলফেন জার্মানী’র অর্থায়নে অসহায় ৩০ জন প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এমপি গোপাল আরো বলেন, আওয়ামী লীগ সরকারই প্রতিবন্ধীদের কল্যাণে সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ব্যক্তিগত আগ্রহ প্রতিবন্ধীদের সুরক্ষিত করছে আগের চেয়ে বেশি। এছাড়া সমাজসেবা অধিদপ্তর ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে দেশে কর্মরত উল্লেখযোগ্য সংখ্যক এনজিও প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় কাজ করছে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব কুমার বাগচী, কাহারোল থানার ওসি রইছ উদ্দীন, মমতা পল্লী উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মো. ইয়াকুব আলী।
Leave a Reply