রংপুর প্রতিনিধি।- টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা জানানোর সময় বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় আহবায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদেও ওপর সরকার দলীয় ছাত্রলীগের হামলার প্রতিবাদে রংপুর নগরীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃৃহস্পতিবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে রংপুর জেলা ও মহানগর গণ অধিকার পরিষদ, ছাত্র,যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ বের করে। বিক্ষোভটি নগরীর জাহাজ কোম্পানী মোড় হয়ে আবারও প্রেসক্লাব এলাকায় গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
পরে এক সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা গণ অধিকার পরিষদ সভাপতি ইমরান আহম্মেদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক হানিফুর রহমান সজীব, রংপুর জেলা যুব অধিকার পরিষদের আহবায়ক আব্দুল জলিল রতন, মহানগর সদস্য সচিব আখিনুর রহমান প্রমুখ। এতে বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেন।
Leave a Reply