কটিয়াদী থেকে রনবীর সিংহ।- কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৃষ্টির পানি জমে থাকা গর্তে পড়ে লামিম নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১২টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া শিশু লামিম কন্দরপদী গ্রামের প্রবাসী কাজল মিয়ার একমাত্র ছেলে। স্থানীয় সূত্র জানায়, ২ আগস্ট রবিবার বেলা ১২টার দিকে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা গর্তে পড়ে যায় শিশু লামিম। কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে ওই গর্ত থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র সস্তানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে প্রবাসী কাজল মিয়ার পরিবারসহ পুরো গ্রামজুড়ে। বুরুদিয়া ইউপি চেয়ারম্যান মো. নাজমুল হুদা রুবেল, পানিতে ডুবে শিশু মারা যাওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন
Leave a Reply