কিশোরগঞ্জ প্রতিনিধি।- কিশোরগঞ্জের মিঠামইনে একই গ্রামের এক গৃহবধূ ও এক তরুণের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর খালপাড় হাটিতে এই ঘটনা ঘটেছে। তাদের মধ্যে নিহত গৃহবধূর নাম নিলুফা (৩২) এবং নিহত তরুণের নাম দূর্জয় (১৮)। দুজনেই বিষপানে আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ নিলুফা চমকপুর খালপাড় হাটির হিলু মিস্ত্রীর স্ত্রী এবং দূর্জয় একই গ্রামের মন্নাফ মিয়ার ছেলে। এ ব্যাপারে মিঠামইন থানায় পৃথক ২টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় ভাবে জানা যায়, নিলুফার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তার স্বামীর সাথে বনিবনা ছিল না। ঘটনার ৩ দিন পূর্বে স্বামী হিলু মিস্ত্রীর সাথে তার ঝগড়া হয়। অন্য দিকে দূর্জয় তার পরিবারের লোকজনের সাথে অভিমান করে বিষপান করেছে। তারা দুজনেই ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। পুলিশ দুজনেরই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Leave a Reply