বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

কুয়াশা ও ঠান্ডার দাপট কমেছে  

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাটে গত কয়েক দিনের কনকনে শীতের পর আবশেষে আকাশে দেখা মিলেছে উজ্জল সূর্যে। গত কয়েক দিনে সূর্যের উঞ্চতা পেয়ে জনমনে ছড়িয়ে পরেছে স্বস্তি। ঘন কুয়াশা ও ঠান্ডার দাপট কাটিয়ে রোদে প্রান ফিরে পেেেছ সাধারণ মানুষের দৈনিন্দিন জীবন। শীতের প্রভাব কমে যাওয়ায় বিশেষ করে ভ্যান চালক,কৃষকরা বেশ আনন্দিত। তারা জানচ্ছেন,টানা কয়েক দিনের কুয়াশার কারণে জমিতে ফসল সঠিকভাবে রক্ষাণাবেক্ষণ করা কঠিন হয়ে পরেছিল। রোদ ওঠায় কৃষিকাজ ও ফসল সুরক্ষায় অনেকটা সুবিধা হচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানে দেখা গেছে, মানুষজন রাস্তার ধারে কিংবা বাড়ির সাদে রোদ পোয়াচ্ছেন। মার্কেট দোকানপাট ও হাটবাজারে মানুষের পস্থিতিও বেড়েছে। বাজারের হবিববর জানালেন,এ রোদ জেন শেিতর কষ্ট তুলে দিল।ঘর থেকে বের হতে আর সমস্য হচ্ছে না। শৈত্যপ্রবাহ ধীরে ধীরে কমছে। এবং সামনের দিনগুলো তাপমাত্রা কিছুটা বারতে পারে। এতে স্¦াভাবিক হবে জীবনযাত্রা। শীতের প্রভাব কমলেও সতর্কতা অবলম্বন করার পরামশ্য দিচ্ছেন চিকিৎসকরা। বিশেষত শিশু ও বৃদ্ধদের সর্দি-কাশি এবং ঠান্ডাজনিত অসুস্থতা থেকে রক্ষা পেতে উঞ্চ পোশাক ব্যবহার করার জন্য তাগিত দেওয়া হচ্ছে। সূর্য়ের দেখা পাওয়া মানেই নতুন করে জীবনযাত্রার গতি ও উপজেলার মানুষ দিনটিকে উপভোগ করছে উঞ্চতার পরশে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com