ডেক্স রিপোর্ট।- গত মঙ্গলবার কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ’র মৃত্যুর পর দেশটির মন্ত্রিসভা যুবরাজ শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহকে কুয়েতের নতুন আমির ঘোষণা করেছে। কুয়েতের সংবিধান অনুযায়ী আমিরের মৃত্যুর পর উত্তরাধিকারী হিসেবে যুবরাজ সরাসরি আমির হন। গত ৩০ সেপ্টেম্বর স্থানীয় সময় বেলা ১১টায় পার্লামেন্টে নতুন আমির শপথ গ্রহণ করেছেন। ২০০৬ সালে কুয়েতের তৎকালীন আমির শেখ সাদ আল-আবদুল্লাহর পদত্যাগের পর জানুয়ারিতে ক্ষমতায় এসেছিলেন শেখ সাবাহ। ১৪ বছর পর মৃত্যুর মধ্য দিয়ে তাঁর শাসনের অবসান হওয়ায় ৮৩ বছর বয়সী নাওয়াফ নতুন আমির হলেন।
Leave a Reply