রংপুর প্রতিনিধি।- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন ও রংপুর মহানগর ছাত্রদলের সমাবেশ উপলক্ষে শুভেচ্ছা মিছিল করেছে তাজহাট থানা ছাত্রদল।
এর আগে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে শনিবার বিকেলে তাজহাট থানা ছাত্রদলের নেতা, মর্ডাণ মোড় ছাত্রদলের সভাপতি বাবু রায় ও তাজহাট থানা ছাতদল নেতা ৩২ নং ওয়ার্ড ছাত্রদরের সিনিয়র যুগ্ম আহবায়ত রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা সমবেত হয়। পরে দুই নেতার নেতৃত্বে মিছিলসহ ছাত্রসমাবেশে যোগ দেন তারা।
এসময় তাজহাট থানার ৩২, ৩১, ১৫ ও ২৮ নং ওয়ার্ড ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply