বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পার্বতীপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের এমডি হিসেবে দায়িত্ব পেলেন মোঃ ফজলুর রহমান নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত  রংপুরে মিঠাপুকুর সুদের টাকার বিরোধে হত্যা,গ্রেপ্তার দুই ভাই  পার্বতীপুর সরকারী কলেজের নতুন অধ্যক্ষের যোগদান   গঙ্গাচড়ায় বসুন্ধরা গ্রুপ কর্তৃক বসতভিটা ও আবাদী জমি থেকে উচ্ছেদ পাঁয়তারা বন্ধের দাবি বিরামপুরে ইমাম-খতীব ও উলামাদের নিয়ে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ চীন সফরে ‘উইমেন ইন টেক’-এর ৩ বিজয়ী গণতন্ত্র দিবস পালন উপলক্ষ্যে রংপুরে  বিএনপি’র প্রস্তুতিমূলক সভা আবু সাঈদ হত্যা: রিমান্ড শেষ না হতেই দুই পুলিশ সদস্যকে কারাগারে প্রেরণ ফুলবাড়ীতে জীবননাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধার ব্রহ্মপুত্রের ভাঙনে দিশেহারা মোল্লারচর ইউনিয়নবাসী

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৩৩০ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা: ব্রহ্মপুত্রের ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নবাসী। নদীবেষ্টিত এ ইউনিয়নের পুরো এলাকা জুড়েই চলছে ভাঙন।

নদীভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা পরিষদসহ সংশ্লিষ্ট অধিদপ্তরে একাধিকবার আবেদন করেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে চরাঞ্চলের এ ইউনিয়ন ঘুরে দেখা যায় ভাঙনের ভয়াবহতা। নদী ভাঙনের শিকার পরিবারগুলো এখন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। ভাঙনের কবলে পড়া নদী তীরবর্তী অনেক পরিবার সাধ্যমত তাদের ঘরবাড়ি, আসবাবপত্র, গাছপালা অন্যত্র সরিয়ে নিচ্ছেন।

ভাঙনের কবলে পড়া উল্লেখযোগ্য এলাকাগুলো হলো, ওই ইউনিয়নের বাজে চিথুলিয়া, চিথুলিয়া দিগর, মাইজবাড়ী, সিধাই, কাচির চর, উত্তর মোল্লার চর, দক্ষিণ মোল্লার চর এবং মৌলভীর চর এলাকা জুড়ে চলছে ব্যাপক নদী ভাঙন।

ওইসব এলাকায় বিস্তৃর্ণ ফসলিজমি- বসতবাড়ির পাশাপাশি নদীগর্ভে বিলীন হয়েছে, কালভার্ট, কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদ্রাসা।

বাজে চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুধিষ্টীর বর্মণ জানান, এ বিদ্যালয়ে মোট ৭৭ জন শিক্ষার্থী পড়ালেখা করতো। নদী ভাঙনে পরিবারগুলো অন্যত্র চলে যাওয়ায় শিক্ষার্থী সংখ্যা কমতে থাকে। গত জুলাই মাসের ২৪ তারিখে বন্যায় তার বিদ্যালয়ের ভবনটি নদী গর্ভে চলে যাওয়ায় বর্তমানে বিদ্যালয়টি এক কিলোমিটার দূরে পাশের একটি চরে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, করোনার কারণে বর্তমানে স্কুল বন্ধ থাকায় কতোজন শিক্ষার্থীর পরিবার অন্যত্র স্থানান্তরিত হয়েছে নিশ্চিত করে সে সংখ্যা বলা যাচ্ছে না।

মোল্লারচর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল হাই মন্ডল জানান, বন্যা শুরু হওয়ার পর থেকে এ ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। পানি কমার পর এখনও ভাঙন অব্যাহত রয়েছে। প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন গ্রামে একের পরএক বসতবাড়ি-ফসলিজমি নদী গর্ভে বিলীন হচ্ছে। অথচ ভাঙন রোধে কোনো পদক্ষেপই গ্রহণ করা হচ্ছে না।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, মোল্লারচর ইউনিয়ন পুরোটাই নদী বেষ্টিত হওয়ায় সেখানে পানি উন্নয়ন বোর্ডের কাজের কোনো সুযোগ নেই। তবে সরকারিভাবে নদী খননের কাজ শুরু হলে তখন ভাঙন কিছুটা কমে আসবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com