ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ৮ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক প্রান্তিক কুমার সরকার (১৬) নামে এক কিশোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।২৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া থেকে অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশ। অভিযুক্ত প্রান্তিক জেলার সুন্দরগঞ্জ উপজেলার সতিরজান গ্রামের পরিতোষ চন্দ্রের ছেলে। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, কিশোর-কিশোরী দুজনই ৮ম শ্রেণীতে অধ্যয়নরত।
২৮ অক্টোবর বুধবার রাতে মেয়ের বাড়িতে অনৈতিক কার্যকলাপের সময় দুজনকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত কিশোরকে আটক করে। এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ২৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Leave a Reply