ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শ্যালো ইঞ্জিলচালিত ভটভটি উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে সাদুল্লাপুর-গাইবান্ধা সড়কে উপজেলা সদরের হাজির চাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ (৪৫) উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিন মিয়ার ছেলে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মাসুদ রানা বলেন, বাড়ি থেকে ভটভটিতে করে ২টি গরু নিয়ে সাদুল্লাপুর হাটে যাচ্ছিলেন আব্দুল মজিদ। পথে হাজির চাতাল মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী আব্দুল মজিদের মৃত্যু হয়।
Leave a Reply