মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০২:০০ অপরাহ্ন

গাইবান্ধায় তথ্য মেলা উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২৪৪ বার পঠিত
গাইবান্ধা থেকে বজ্রকথা প্রতিনিধি।- গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে দুইদিন ব্যাপী শুরু হল তথ্য মেলা। এটি উদ্বোধন করনে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
সোমবার (৫ ডিসেম্বর) জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), গাইবান্ধার যৌথ আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে এক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, পৌর প্যানেল মেয়র মো. শহীদ আহমেদ, উপাধ্যক্ষ মাজহার-উল-মান্নান, অধ্যাপক জহুরুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা প্রমুখ।মেলায় সরকারি-বেসরকারি ৪০টি স্টলে সাধারণ মানুষকে বিনামূল্যে তথ্য ও পরামর্শ বিষয়ে সেবা প্রদান এবং সনাক ও ইয়েস গ্রুপের স্টলে হাতে-কলমে তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ করা শেখানো হবে। এছাড়া মেলার প্রথম দিনে কর্মসূচির মধ্যে নির্বাচিত সরকারি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে নাগরিকদের সাথে মতবিনিময়, বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা বিষয়ক ভিডিও প্রদর্শনী, ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দ্বিতীয়দিন কুইজ, বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা বিষয়ক ভিডিও প্রদর্শনী ও সমাপনী ও পুরস্কার বিতরণীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com