ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- স্বাধীনতার মহানস্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি ও ২০০৫ সালে দেশ ব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে জেলা যুবলীগের আযোজনে পৌর পার্কে শহিদ মিনারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখার সাধারন সম্পাদক শাহ্ আহসান হাবিব রাজিবের সঞ্চালনায় ও জেলা যুবলীগের সভাপতি সরদার মো: সাহীদ হাসান লোটনের সভাপত্বিতে এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর মিলন, রেজাউল করিম ভুট্টু, আবুবক্কর কাজল, হারুন-অর-রশিদ হারুন, আসরাফুল ইসলাম পলাশ, শাহ্ নেয়াজ পলাশ প্রমুখ।
বক্তারা, ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন ও খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তির
দাবি করে এবং ২০০৫ সালে দেশ ব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদ জনান।
Leave a Reply