মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

গাইবান্ধা পৌরসভার কাজী খুদরীর বিরুদ্ধে বাল্য বিবাহ পড়ানোর অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৪৬ বার পঠিত
 ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাজী আবু সাঈদ খুদরীর বিরুদ্ধে বাল্য বিবাহ পড়ানোর এক অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, গত ২৬ আগস্ট রাতে গোপনে পৌরসভার কুঠিপাড়ার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ন কবির স্বপনের  বাড়িতে কাজী আবু সাঈদ খুদরী গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই গ্রামের মো: এরশাদ আলী ও শাপলা বেগমের মেয়ে ইতি খাতুনের সাথে পৌরসভার জুম্মাপাড়ার মনু মিয়া নামে এক ছেলের বাল্য বিবাহ পড়িয়েছেন। ইতি খাতুন বর্তমানে গাইবান্ধা এন.এইচ. মডার্ণ উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে অধ্যায়নরত রয়েছে। ইতি খাতুন ২০২০ সালে কোমরনই পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পাশ করেন। তার জন্ম তারিখ- ০২/১১/২০০৭ ইং। এলাকাবাসির সাথে কথা বললে তারা জানান, উক্ত কাজী আবু সাঈদ খুদরী দীর্ঘদিন ধরে মোটা অংকের টাকার বিনিময়ে গোপনভাবে বাল্য বিবাহ পড়িয়ে আসছেন। তার বিরুদ্ধে বাল্য বিবাহ পড়ানোর একাধিক অভিযোগ রয়েছে। এব্যাপারে এলাকাবাসি কাজী আবু সাঈদ খুদরী এবং বাল্য বিবাহ পড়ানোর সাথে সংশ্লিষ্টদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, ইতি খাতুনের জন্ম নিবন্ধনের ফটোকপি, কোমরনই পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যয়নপত্র, গাইবান্ধা এন.এইচ. মডার্ণ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন, বাবা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করা হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com