ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুর থেকে নিখোঁজ হওয়ার একদিন পর রাহাত (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের কদমতলী (কুমারগাড়ী) গ্রামে এ ঘটনা ঘটে। রাহাত ওই গ্রামের সবুজ মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাকাই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল কাদের এশিয়ান নিউজকে জানান, সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাহাত নিখোঁজ ছিল। স্থানীয় লোকজন ও স্বজনরা সারারাত সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরদিন মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বাড়ীর পাশের একটি পুকুর থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনরা।
খেলতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হতে পারে বলে তিনি জানান।
Leave a Reply