জেলা প্রতিনিধি।- গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছোট ভাই বড় ভাইকে পিটিয়ে হত্যা করায় পুলিশ মহিলাসহ ৪ জনকে গেফতার করেছে। বুধবার বিকাল ৪টায় উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফুলহার (মজিদপাড়া) গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জানা যায়, এদিন ইউনুছ আলীর পুত্র জাহাঙ্গীর (৪০) ও ইলিয়াস (৩৫)এর সাথে জমি সংক্রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই ইলিয়াসসহ তার লোকজন বড়ভাই জাহাঙ্গীরকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাথরি মারপিট করে গুরুতর জখম করে। খবর পেয়ে প্রতিবেসীরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর জখম অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে, গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিলে চিকিৎসক তাকে দ্রæত রংপুর মেডিকেল হাসপাতালে নেয়ার পরার্মশ দেন এর পর ওই ব্যক্তিকে রংপুরে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থা সে মৃত্যুবরণ করে।এদিকে জাহাঙ্গীর এর মৃত্যুর খবর জানা জানি হলে এলাকার লোকজন ঘাতক ছোট ভাই ইলিয়াস ও তার স্ত্রী আলেয়া বেগম(২৫), বোন রুমি বেগম (৩০), মা সুফিয়া বেগম(৫০)কে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদেরকে গ্রেফতার করেন। এ ব্যাপারে নিহতের শ্যালোক সবুজ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছে।
Leave a Reply