ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মাহতাব উদ্দিন আল মাহমুদঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের নারায়নপুর ব্রীজের পূর্ব পার্শ্বে রামপাড়া-মগলিশপুর সদ্য নির্মিত পাকা রাস্তাটি হুমকির মুখে পড়েছে । বিষয়টি অবগত করা হলেও আমলে নেয়নি স্থানীয় জন প্রতিনিধি ও স্থানীয় প্রশাসন। প্রায় দেড় মাস অতিবাহিত হলেও ভেঙ্গে যাওয়া রাস্তার মেরামত করা হয়নি। ফলে রাস্তাটির পার্শ্বের মাটি বর্ষায় ধ্বসে গিয়ে বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। পথচারী ও স্থানীয়রা জানায়, ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিশপুর (জালকাটা) এলাকার সরাফত আলী জীবিত কালে পাকা রাস্তার পূর্ব পার্শ্বে তার উঁচু জমি থেকে মাটি কেটে নিচু করলে জমি থেকে পানি বের হতে না পারায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ কারণে সরাফত আলী জমির পানি বের করার জন্য রাস্তার নিচ দিয়ে পাইপ পুতে পানি বের করার ব্যবস্থা করে। ফলে বর্ষায় পাইপ থেকে পানি পড়ে ওই স্থানে বিরাট গর্তের সৃষ্টি হয়। এতে পাকা রাস্তার মাটি ধ্বসে গিয়ে রাস্তার কার্পেটিং এ ফাটল ধরে ভেঙ্গে পড়ার আশংকা দেখা দিয়েছে। যে কোন সময় রাস্তাটি ভেঙ্গে গিয়ে পথচারী সহ যানবাহন চলাচল এবং স্থানীয় এলাকাবাসীর যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
Leave a Reply