ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাটে করোনা ভাইরাস (কোভিড-১৯) সৃষ্ট সংকট মোকাবেলায় দীপশিখা-গতি প্রকল্পের উপকার ভোগী পরিবারের মাঝে ত্রান উপকরণ বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ।
আজ বুধবার উপজেলার ওসমানপুর চককাঁঠাল দীপশিখা এরিয়া অফিসের সহযোগীতায় এসব ত্রান উপকরণ বিতরণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, দীপশিখার এরিয়া ম্যানেজার মোঃ রজব আলী সহ আরো অনেকে। এতে ৩ শত জন সদস্যের জন্য উপকরন যেমন- চাল, ডাল, আলু, লবন, চিনি, তেল, ৪০ জন গর্ভবতী মায়েদের জন্য উপকরন, মাদার হরলিক্স, জিংক ট্যাবলেট, আয়রন ট্যাবলেট, মাল্টিভিটামিন, ৫০ জন শিশুদের জন্য উপকরন যেমন- জুনিয়র হরলিক্স, মিল্ক পাউডার এবং ১২ শত জন সদস্যের জন্য মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
Leave a Reply