ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাটে দূর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সভাপতি- সাধারণ সম্পাদকদের নিয়ে এক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাফে খন্দকার সাহানশা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির, উপজেলা কৃষি অফিসার এখলাছ হোসেন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মহন্ত, ইউপি চেয়ারম্যান মোঃ সদের আলী খন্দকার, সাজ্জাত হোসেন প্রমুখ।
ক্যাপশনঃ ঘোড়াঘাটে দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা |
Leave a Reply