ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ।-দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে বিয়ে না করায় ঘোড়াঘাট থানায় নারী ও শিশু নির্যাতনের আইনে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ দেবীপুর (সাউদগাড়ী) গ্রামে। বাদী মতিউর রহমান তার এজাহারে উল্লেখ করেছেন, তার ছোট বোন জয়রামপুর হাইস্কুলে ৯ম শ্রেণীতে লেখাপড়া করে। ধর্ষক একই গ্রামের মোবারক হোসেনের পুত্র সুমন মিয়া (২২) প্রায় দেড় বছর থেকে বিয়ের প্রলোভনে আমার ছোট বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ইতিমধ্যে বিয়ের প্রলোভনে একাধিকবার তাকে ধর্ষণও করে। সর্বশেষ গত ১১ আগস্ট বেলা অনুমান ১২টার দিকে বিবাহের কথা বলে ধর্ষক সুমন মিয়া তার ছোট বোনকে ডেকে নিয়ে নিজ বাড়ীতে যায়। বাড়ীতে লোকজন না থাকায় আমার বোনকে পুনরায় ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে, ধর্ষক সুমনকে তার পরিবারের লোকজন পালিয়ে যেতে সাহায্য করে এবং আমার ছোট বোনকে গলা ধাক্কা দিয়ে বাড়ী থেকে বের করে দেয়।
ঘটনার পর বিষয়টি ফোনে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ জানানো হলে তিনি তাৎক্ষনিক থানা থেকে পুলিশ পাঠিয়ে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ৪ জনকে আসামী করে ঘোড়াঘাট থানায় একটি নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply