ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মোঃ শফিকুল ইসলাম। দিনাজপুরের ঘোড়াঘাটে মাস্ক না পড়ার দায়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। গত তিন দিনে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম টাস্ক ফোর্সের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।ঘোড়াঘাটে করোনা ভাইরাসের সংক্রমন রোধে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে তিনি এসব জরিমানা করেন। গত তিন দিনে উপজেলার ওসমানপুর বাজার,রানীগঞ্জ বাজার ও ঘোড়াঘাট সদর সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় মুখে মাস্ক না পড়ার দায়ে, পথচারী, মোটর সাইকেল আরোহী ও গাড়ী চালক সহ মোট ৯৭ জনকে জরিমানা করে ৪৭ হাজার ২’শ টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি এ সব বাজারে মাস্ক ছাড়া আগত ব্যক্তিদের মাস্ক পড়তে বাধ্য করা হয় এবং মাস্ক পরিহিত গ্রাহক ছাড়া পণ্য বেচা কেনা না করতে ব্যবসায়ীদের বলা হয়। ভ্রাম্যমান আদালত চলাকালে ঘোড়াঘাট থানা পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা সহায়তা করেন।
Leave a Reply