সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় ৯ জনকে জরিমানা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২০১ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- সরকার ঘোষিত লকডাউনের ৫ম দিনে বিধিনিষেধ অমান্য করার দায়ে দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ জন মোটরসাইকেল আরোহীসহ ৯ জন কে ১৬ হাজার টাকা জরিমানা আরোপ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ জুলাই) সকাল হতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের টিম সহ আইন-শৃঙ্খলা বাহিনী বিধিনিষেধ অমান্যকারীদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম এ জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম বলেন, করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসন, সেনাবাহিনীর সদস্য ও পুলিশ প্রশাসনসহ আনছার বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে। আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি যারা অতি জরুরী প্রয়োজনে বাহিরে বের হচ্ছে তাদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com