ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা।- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর শেখের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানব বন্ধন করা হয়েছে।
গতকাল রবিবার বেলা ১১টায় ঘোড়াঘাট-হিলি সড়কে ঘোড়াঘাটের ওসমানপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজনে শহীদ মেজর বদর উদ্দিন আহম্মেদ স্মৃতি সংসদ এসকে বাজার ঘোড়াঘাট দিনাজপুর এর সৌজন্যে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানব বন্ধনে বক্তব্য রাখেন ঘোড়াঘাট মুক্তিযোদ্ধা কমান্ডের ডিপুটি কমান্ডার মুক্তিযুদ্ধ কালীন কমান্ডার আজাহারুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা জগদ্বীস চন্দ্র, মুক্তিযোদ্ধা সন্তান সানোয়ার হোসেন খান, সাংবাদিক শহিদুল ইসলাম ও প্রমুখ। বক্তারা একজন সুযোগ্য নির্বাহী অফিসার বাংলার সূর্য্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ওমর শেখের ওপর হত্যার উদ্দেশ্যে মর্মান্তিক হামলায় দোষী ব্যক্তিদের দ্রæত বিচার সহ নজীরবিহীন শাস্তির দাবী করেন। বক্তারা এ ঘটনায় একজন দক্ষ পুলিশ অফিসারের প্রত্যাহারে দুঃখ প্রকাশ করেন।
ক্যাপশনঃ ঘোড়াঘাট ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদে ঘোড়াঘাট মুক্তিযোদ্ধা কমান্ডের মানব বন্ধন
Leave a Reply