পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে ২২ আগস্ট’ ২০২০ শনিবার বিকালে অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে। পীরগঞ্জ উপজেলার ১৪নং চতরা ইউনিয়নের টোংরারদহ গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি কমিশনার মোঃ আফতাবুজ্জামান আল ইমরান এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
জানা গেছে, এলাকাটি করতোয়া নদীর তীরবর্তী হওয়ায় স্থানীয় ক্ষমতাসীন নেতৃবৃন্দের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিল অসাধু বালু ব্যবসায়ীরা। টোংরারদহে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বালু উত্তোলন এবং নদী ভাঙ্গন প্রতিরোধে ব্লক দিয়ে কাজ চলমান থাকার পরও স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে ক্ষমতাসীন দলীয় নেতাদের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল অসাধু ব্যবসায়ীরা। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ২২ আগস্ট বিকেলে টোংরারদহে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কৌশলে সটকে পড়ে বালু কারবারের সাথে সংশ্লিষ্ট মামুন, নাজমুল, সাগররা। ঘটনাস্থল থেকে ভ্রাম্যমান আদালত ড্রেজার মেশিন, পাইপ জব্দ করে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জব্দকৃত মালামাল ১৪নং ইউ.পি’র চেয়ারম্যানের মাধ্যমে থানায় প্রেরণ করার দায়িত্ব দেন ।
চতরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক শাহীন ঘটনার সত্যতা জানিয়ে বলেন, জয়পুরহাটের অসাধু বালু ব্যবসায়ী নুরুল ইসলাম সুকৌশলে স্থানীয় যুবকদের সহায়তায় বালু উত্তোলন করে আসছিল। মিডিয়ায় প্রকাশের পর প্রশাসন ব্যবস্থা নিয়েছে।
Leave a Reply