ঘোড়ঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাটে জমির আইল কাঁটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সামুরাই এর কোপে শ্রী ভোগীরত চন্দ্র সরকার(৩৫) নামের এক যুবক রংপুর মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার কালুপাড়া গ্রামে। গতকাল শুক্রবার থানায় দাখিলকৃত এজাহার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ভোগীরত চন্দ্র সরকার তার পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে আমন ধান রোপনের জন্য জমির আইল কেটে বরেদ্র ডিপ থেকে পানি নেয়। এরপর বাড়ি এসে সার নিয়ে জমিতে দিতে গেলে বলগাড়ী গ্রামের মোজাম্মেল হকের জামাই রাজু মিয়া সহ আরো ৩ জন জমির আইল কাঁটা নিয়ে ভোগীরত চন্দ্র সরকারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সামুরাই দিয়ে হাটুতে কোপ মারে ফলে অতিরিক্ত রক্ত ক্ষরণে মাটিতে লুটিয়ে পড়ে এরপরও তারা তাকে টেনে-হিঁচড়ে পাকা রাস্তায় নিয়ে যায়।
এমন অবস্থায় স্থানীয় লোকজন তাকে পাশে বলগাড়ী বাজারে একটি ডায়াগনিষ্টক সেন্টারে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা কালে প্রতিপক্ষরা সেখানে উপস্থিত হয়ে ঐ হিন্দু পরিবারটির উপরে নানা হুমকি ধামকি দিয়েছে বলে অভিযোগ করেন বাদী মনিন্দ্রনাথ সরকার বিষু । প্রাথমিক চিকিৎসা শেষে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করায়। কর্তব্যরত ডাক্তার তার অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিক্যালে প্রেরণ করেন। বর্তমানে সে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজু মিয়া নিজ বাড়ী জয়পুর হাট জেলার পাঁচবিবি উপজেলার পিয়ারা গ্রামের সুজাউল্লার ছেলে।। সে বর্তমানে ঘোড়াঘাট উপজেলার বলগাড়ী বাজারের নিজ শ্বশুরালয়ে থাকে এবং শ্বশুরের পুকুর দেখাশুনা করে।
Leave a Reply