বজ্রকথা প্রতিবেদক।- পীরগঞ্জ উপজেরার ৬ নং টুকুরিয়া ইউনিয়নে ২৯ জুলাই বুধবার সুষ্ঠুভাবে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ গুদাম থেকে এদিন ৩৬৮০ জন সুবিধাভোগীর মধ্যে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। এ সময় ট্যাগ অফিসার আলমগীর কবির বরেন্দ্র কর্মকর্তা ও শ্রী বিজয় কুমার বিএডিসি কর্মকর্তা , ইউপি চেয়ারম্যান মোঃ আতোয়ার রহমান, সচিব আবু বক্কর উপস্থিত ছিলেন। চেয়ারম্যান আতোয়ার রহমান বজ্রকথাকে জানান ভিজিএফ ছাড়াও করোনা কালীন সময়ের ৯৫০জন কে ১০ কেজি করে চাউল প্রদান করা হয়েছে। এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত চাউল বিতরণ করা হয়।
Leave a Reply