নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।-দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৪ নং দিওড় ইউনিয়নের ভবিষ্যৎ স্বপ্ন দ্রষ্টা ইউনিয়নের বিভিন্ন রাস্তায় যানবাহন -পরিবহন সহ জন চলাচল অযোগ্য রাস্তাগুলো সংস্কারসহ বিভিন্ন প্রকার জন সেবার কাজ করে চলছেন আঃ মালেক মন্ডল। সোমবার ১৭ আগষ্ট সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত ইউনিয়নের কাদিপুর, শিয়ালা, বাসথোপ ও বিশাগড় এ ৪ গ্রামের রাস্তা সংস্কার করলেন আঃ মালেক মন্ডল।এলাকার শত শত নারী-পুরুষ জানায় একইভাবে আঃ মালেক মন্ডল একজন ব্যবসায়ী হওয়ায় ১/২দিন বাদে প্রায়ই নিজস্ব তহবিল থেকে ইউনিয়নের দুস্থ পরিবারের মাঝে নানাভাবে সহযোগিতা দিয়ে চলেছেন। এছাড়াও দেশে করোনা ভাইরাস (কোভিট ১৯)আক্রান্তের শুরু থেকে তিনি গরীব, দুস্থ, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী, মাস্ক বিতরন,রোগীর চিকিৎসা সেবা,যানবাহন-পরিবহণ সহ জন চলাচল অযোগ্য হয়ো পড়া রাস্তা সংস্কারের কাজ অব্যাহত রেখেছেন।আঃ মালেক মন্ডল জানায় শিবলী সাদিক এমপি মহোদয় এর নির্দেশে তিনি নিজ তহবিল থেকে দিওড় ইউনিয়নে এভাবে জনসেবার কাজ করে আসছেন।এলাকার হাজার জনগনের দাবি আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আঃ মালেক মন্ডলকে দিওড় ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
Leave a Reply