ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- “মুজিব বর্ষের আহবান যুব কর্মসংস্থান” এই স্নোগানে দিনাজপুরের ঘোড়াঘাটে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রবিবার উপজেলা পরিষদ হলরুমে দিবসটি পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খালেদ হোসেন, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত কাজী আবু সায়াদ চৌধুরী প্রমুখ। সভা সঞ্চালনা করেন সরকার মোঃ বিপ্লব। পরে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে চেক বিতরণ করা হয়।
Leave a Reply