ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মোঃ শফিকুল ইসলাম শফি।- স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠনের লক্ষ্যে মানুষকে বেশি বেশি ডিম খাওয়ার প্রতি উদ্বুদ্ধ করতে সারা দেশের ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাটে পালিত হয়েছে ‘বিশ্ব ডিম দিবস-২০২০’।
এ উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের ডিম খাওয়ানো, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ছিল ‘সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই’। উপজেলা প্রাণী সম্পদ অফিসের আয়োজনে শুক্রবার সকাল ১০টার দিকে বর্ণাঢ্য র্যালী বের করা হয় হয়।
র্যালী শেষে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোছাঃ রুমানা আকতারের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, মহিলা বিষয়ক কর্মকতা মোছাঃ মোসাররতজাহান সুমনা সহ আরো অনেকে।
র্যালীটি প্রাণিসম্পদ অফিস থেকে বের হয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রদক্ষিণ করে। র্যালিতে, খামারী, শিক্ষার্থী, মসজিদের ইমাম, বিভিন্ন দপ্তরের কর্মকতা- কর্মচারী অংশগ্রহন করেন।
Leave a Reply