মোঃ আশরাফুল আলম, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি।- দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপি’র দক্ষিণ শমসের নগর গ্রামে প্রতিপক্ষদের হামলায় আহত ৪, গুরুত্বর আহতরা হলেন পার্বতীপুর উপজেলার বছির বানিয়া গ্রামের মোঃ ওহাব আলীর পুত্র মোঃ লুৎফর রহমান (২০) এবং ফুলবাড়ী উপজেলার শমসের নগর গ্রামের মোঃ ওয়াহেদুল ইসলামের পুত্র মোঃ রাজু ইসলাম (২৫)। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির দক্ষিণ শমসের নগর গ্রামের মোঃ ওয়াহেদুল ইসলামের পুত্র মোঃ এরশাদুল ইসলামের অভিযোগে জানা যায়, গত ২০ মে ২০২১ ইং তারিখ বৃহ:স্পতিবার সকাল সাড়ে ১১টায় মোঃ এরশাদুল ইসলাম ও মোঃ হাছিবুল ইসলাম তাদের ঐ এলাকার জমিতে কলা চাষ করছিলেন। এ সময় তারা জমির কলাবাগান থেকে কলা নিয়ে মোটরসাইকেল যোগে বাড়িতে ফেরার পথে পথিমধ্যে ফুলবাড়ী উপজেলার শমসেরনগর (দরগাপাড়া) গ্রামের নরেশ চন্দ্রের পুত্র শ্রী রতন রায় (২৮) ও শীতল চন্দ্র রায় (২৫), শ্রী অমল চন্দ্র রায় (৩০), ও শ্রী সন্তেষ চন্দ্র রায় (২৮), পিতা- মৃত প্রভাষ চন্দ্র রায়, রবী চন্দ্র রায় এর পুত্র শ্রী বাচ্চু (৪৫), গ্রাম- শমসের নগর (দরগাপাড়া), জিতেন্দ্রনাথ এর পুত্র শ্রী স্বপন (২৮), খগেন চন্দ্র রায় এর পুত্র ভক্তি চন্দ্র রায় (৩০), উভয়ের সাং- চন্ডিপুর, পার্বতীপুর, শ্রী ফেলানু চন্দ্র রায় এর পুত্র শ্রী পরিমল চন্দ্র (২৮), গ্রাম- ছোট চন্ডিপুর, পার্বতীপুর। তারা দলবদ্ধ হয়ে রড, কাস্তে, লাঠিসোটা নিয়ে ফেরার পথে ঐ দিন রাস্তায় আটক করে বেদম মারপিট করে মারাত্মকভাবে আহত করে। আহতরা হলেন ফুলবাড়ী উপজেলার শমসেরনগর গ্রামের মোঃ ওয়াহেদুল ইসলামের পুত্র মোঃ রাজু ইসলাম (২৫), এরশাদুল ইসলাম (২৭), পার্বতীপুর উপজেলার হামিদুল হকের পুত্র ব্যবসায়ী মোঃ হাছিবুল (২৮), পার্বতীপুর উপজেলার বছির বানিয়া গ্রামের মোঃ ওহাব আলীর পুত্র মোঃ লুৎফর ইসলাম (২০)। তারা আত্মরক্ষার জন্যে স্থানীয় লোকজনের সহযোগীতায় আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বিকেল ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফুলবাড়ীতে চিকিৎসার জন্য ভর্তি করান। বর্তমান তারা চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য যে, ২০২০ই সালে দিনাজপুর দায়রা জর্জ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফুলবাড়ী উপজেলার শমসেরনগর গ্রামের নরেশ চন্দ্র রায় এর পুত্র শ্রী রতন রায় বাদি হয়ে এরশাদুল সহ তার পরিবারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৫, তারিখ-১৫/১১/২০২০ ইং। এতে এরশাদুলের পরিবারের ৬ জনকে আসামি করেন। এরই জের ধরে ঐ দিন তাদেরকে রাস্তায় একা পেয়ে মারপিট করে। এরশাদুলের কাছে থাকা কলা বিক্রির ৫৫ হাজার টাকা, মোবাইল ফোন এবং ব্যবসায়ী হাছিবুলের নিকট ২৫ হাজার টাকা মারপিট করে নিয়ে যায় প্রতিপক্ষরা। এ ঘটনায় এরশাদুল ইসলাম জানান, সুস্থ হয়ে মামলা করব। তবে বিষয়টি ফুলবাড়ী থানাকে অবগত করা হয়েছে।
Leave a Reply