প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।- চ্যানেল এস এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাংবাদিক জয় মহন্ত অলকের উপর পীরগঞ্জ ও ঠাকুরগাঁও সদর থানায় দুটি মিথ্যা মামলার প্রত্যাহার এবং বাদী সাক্ষী সহ সহ যোগিতাকারীদের দ্রæত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (৬ সেপ্টেম্বর) রোববার দুপুরে বীরগঞ্জ উপজেলা রোডস্থ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ রফিক, বাংলাদেশ আওয়ামী লীগের বীরগঞ্জ উপজেলা শাখার কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন , সাবেক কাউন্সিলর কার্তিক ব্যানার্জি, দি বাংলাদেশ টুডে এর বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি উত্তম শর্মা , সাংবাদিক দশরথ রায় বাবুল, তোফিক রেজা, বিকাশ ঘোষ, প্রদীপ রায় জিতু, মো. মোজাম্মেল হক, মো. নাজমুল ইসলাম ও সাধারণ মানুষেরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও বাদী-সাক্ষীদের সহ যোগিতাকারি দের যত দ্রæত সম্ভব আইনের আওতায় আনার দাবি জানান। সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
Leave a Reply