রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন

দিনাজপুরে কষ্টিপাথরের মূর্তিসহ দুই পাচারকারী গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ২০৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরে কষ্টিপাথরের মূর্তিসহ দুইজন পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব ১৩ এর সদস্যরা।

র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর ভারপ্রাপ্ত অধিনায়ক আব্দুল্লাহ আল মামুন জানান, ১৫ আগষ্ট দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মাকরাই দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের পার্শ্বে জননী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অতি মূল্যবান কষ্টিপাথরের তৈরি স্বরস্বতী মূর্তি/শিল্পকর্ম উদ্ধার করে র‌্যাব ১৩ এর সদস্যরা। এসময় কাহারোল উপজেলার ডহন্ডা গ্রামের মৃত ভূপেন্দ্র নাথ রায়ের ছেলে পাচারকারী লিটন চন্দ্র রায় (৩২) ও বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বজির মিয়ার ছেলে লিমন রাজা (৩২) আটক করা হয়।

তিনি আরও জানান, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মুর্তি পাচারকারীরা স্বীকার করে যে তারা ৫/৬ মাস পূর্বে উক্ত কষ্টি পাথরের মূর্তিটি স্থানীয় ভাবে সংগ্রহ করে এবং মোটা অংকের টাকার বিনিময়ে নিজেদের হেফাজতে রেখে বিদেশ পাচারের জন্য চেষ্টা করে। পরবর্তীতে র‌্যাব বাদী হয়ে অপঃ, ১৯৭৪ এর ২৫ ই(১)(অ)/২৫উ ধারার মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com