সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৮:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রংপুরে মানববন্ধন-সমাবেশ শহীদ শংকু’র পরিবারকে রংপুর জেলা প্রশাসনের সহায়তা রংপুরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত পীরগঞ্জে কৃষকদের মধ্যে প্রণোদনার  সার বীজ বিতরণ রংপুরের পীরগঞ্জে ২৫ মার্চ গণগত্যা দিবস পালন বাংলাদেশ কোন অঙ্গরাজ্য নয় – মোমিন মেহেদী বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে কৃষকরা আজ দেশের উন্নয়নে অগ্রনী ভুমিকা পালন করছে কানেক্টেড সোসাইটি গড়ার লক্ষ্যে এটুআই ও গ্রামীণফোন নিয়ে এলো সহজ ও নিরাপদ ডিজিটাল সল্যুশন পীরগঞ্জে কলেজের নবীন বরণ অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশ

দিনাজপুরে জঙ্গি সংগঠন আল্লাহ’র দলের দুই সদস্য আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরে এন্টি টেররিজম ইউনিট অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন আল্লাহ্র দলের দুই সদস্যকে আটক করেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টায় এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) এডিশনাল এসপি মো. আখিউল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে দিনাজপুর শহরের কসবা এলাকার জনৈক আব্দুর রহমানের ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
এসময় জিহাদী বই পুস্তক ও সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা সংক্রান্ত ১৬ ধরনের নথিপত্র উদ্ধার করেছেন তারা। রিমান্ডের আবেদনসহ আজ দুপুরে তাদেরকে আদালতে তুলে দেওয়া হয়েছে। এন্টি টেরিরিজম ইউনিটের (এটিইউ) অতিরিক্ত পুলিশ সুপার আখিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে দিনাজপুর শহরের কসবা সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের সামনের জনৈক আব্দুর রহমানের বাড়ীতে অভিযান চালান তারা।
এসময় জঙ্গি সংগঠন আল্লাহর দলের গাজীপুর এবং নরসিংদী জেলার দায়িত্ব পালনকারি বিভাগীয় সংগঠক নায়ক মোহাম্মদ আকাশ আলী এবং নবাগত সদস্য শাহাবুল ইসলাম সাজুকে আটক করতে সক্ষম হয়েছেন তারা। দুজনের মধ্যে বিভাগীয় সংগঠক নায়ক মোহাম্মদ আকাশ আলী আগের একটি নাশকতার মামলায় জামিনে রয়েছে। সে দিনাজপুর সদরের করিমুল্ল্যাহপুর গ্রামের মোল্লাপাড়ার বাসিন্দা মোকছেদ আলীর ছেলে।
জঙ্গি তৎপরতার আড়ালে সে লন্ড্রি ব্যবসায়ী। অন্যদিকে নবাগত সদস্য শাহাবুল ইসলাম সাজু মুদি দোকানদার। সে কসবা মহল্লার মৃত কেফাতুল্ল্যার ছেলে। উদ্ধার ১৬ ধরনের নথিপত্রে সাংঠনিক তৎপরতার প্রমান মিলেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ডের আবেদনসহ উভয়কে আদালতে তুলে দেওয়া হয়েছে। এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ পরিদর্শক মো. ইসরাফীল হোসেন ভূঁইয়া তাদের দিনাজপুর কোতয়ালি থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com