নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- উপজেলা-ইউনিয়ন পরিষদে ২৫ ভাগ নারী সদস্যদের নেতৃত্বে বাস্তবায়নের দাবীতে দিনাজপুরে নারী উন্নয়ন ফোরাম সদর উপজেলা কমিটি স্বারকলিপি প্রদান করেছে।
১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগ্ফুরুল হাসান আব্বাসী এর নিকট নারী উন্নয়ন ফোরাম সদর উপজেলা কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জ্যোস্না এর নেতৃত্বে উক্ত স্বারকলিপি প্রদান করেন ফোরামের অন্যান্য সদস্যরা।
এসময় নারী উন্নয়ন ফোরাম সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কুলসুম বানু নার্গিসসহ কমিটির এগারো জন সদস্য উপস্থিত ছিলেন।
ফোরামের দাবীগুলো হলো, দেশের সকল উপজেলায় পরিপত্র অনুযায়ী শতকরা ৩ ভাগ বরাদ্দ এবং উপজেলা-ইউনিয়ন পরিষদ কর্তৃক গৃহীত প্রকল্পসমূহের শতকরা ২৫ ভাগ নারী সদস্যদের নেতৃত্বে বাস্তবায়ন করতে হবে।
Leave a Reply