নিজস্ব প্রতিবেদক।- বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’র পরিচালনা বোর্ড এর সদস্য দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু কে সংবধনা প্রদান ও (বিএমডিএ) ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি রাজশাহী-এর রংপুর ও ঠাকুরগাঁও অঞ্চলে সাংগঠনিক সফর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ জানুয়ারী শনিবার বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, রংপুর ও ঠাকুরগাঁও অঞ্চল এর আয়োজনে বিএমডিএ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সফর উপলক্ষে আলোচনা সভার শুরুতে প্রধান অতিথি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’র পরিচালনা বোর্ড এর সদস্য দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু কে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবধনা প্রদান করা হয়।
সংবর্ধনা শেষে বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন ঠাকুরগাঁও অঞ্চলের সভাপতি বিএমডিএ বীরগঞ্জ জোনের সহকারী প্রকৌশলী মোঃ কাজিমুদ্দীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও আইডিইবির সহ-সভাপতি মিনারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিরল জোনের সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামের মনমুগ্ধকর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন (ডি ই এ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ রাহাত পারভেজ,রংপুর অঞ্চলের সাধারণ সম্পাদক মোঃ কারুজ্জামান, আলমগীর কবীর,ঠাকুরগাঁও অঞ্চলের সাধারণ সম্পাদক শ্রী রঞ্জন কুমার রায় প্রমুখ।
Leave a Reply