দিনাজপুর থেকে মোঃ ইউসুফ আলী।-দিনাজপুরে বিশ্ব হার্ট দিবস-২০২৪ উপলক্ষে জিয়া হার্ট ফাউন্ডেশন, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের আয়োজনে ২৯ সেপ্টেম্বর রবিবার বর্ণাঢ্য র্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ৮টায় জিয়া হার্ট ফাউন্ডেশন হতে বিশ্ব হার্ট দিবস-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।
র্যালীতে নেতৃত্ব দেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ। সকাল সাড়ে ৯টায় দিনাজপুর কেয়ার নার্সিং অডিটরিয়ামে “হৃদয়ের যতœ হোক সর্বজনীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ.এফ.এম নূরউল্লাহ। জিয়া হার্ট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডাঃ এ এইচ এম শফিকুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সিভিল সার্জনের প্রতিনিধি সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আরোজ উল্লাহ। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ, যুগ্ম সম্পাদক মোঃ আবু তাহের আবু, ডাঃ মোঃ জিয়াউল হক, কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবির, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ সুধা রঞ্জন রায় প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ আশরাফ উজ জামান লিটন, জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, লিয়াঁজো অফিসার গোলাম রসুল রকেট, হাসপাতাল ম্যানেজার এএসএম আক্তার শামীম। উক্ত সেমিনারটি সঞ্চালনা করেন বিরল মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন ইতি। কোরআন তিলাওয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হওয়ার পর প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরণ করা হয়।
Leave a Reply