নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরে সাংবাদিকদের সাথে রাজদেবোত্তর এস্টেটের নতুন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে দিনাজপুর রাজবাড়ী শ্রী শ্রী কালিয়া জিউ মন্দির প্রাঙ্গণে উক্ত মতবিনিময় সভায় সভাপতির জেলা প্রশাসক ও দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের ট্রাষ্টি মো. মাহমুদুল আলম।
কমিটির সদস্য ও বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ড রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও এজেন্ট রনজিৎ কুমার সিংহ। কমিটির সার্বিক কার্যক্রমের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন, কমিটির সদস্য শ্যামল কুমার ঘোষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজদেবোত্তর এস্টেটের সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মো. মাহফুজুল আলম, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী, কমিটির সদস্য ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, এ্যাড. দিলীপ চন্দ্র পাল, বিমল চন্দ্র দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, এ্যাড. সরোজ গোপাল রায়, সঞ্জয় মিত্র প্রমূখ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক আমাদের সময়ের দিনাজপুর জেলা প্রতিনিধি রতন সিংহ, সাপ্তাহিক আওয়ামী কন্ঠের বার্তা সম্পাদক নূরুল হুদা দুলাল ও এনটিভির স্টাফ রিপোর্টার ফারুক হোসেন। উপস্থিত সাংবাদিকবৃন্দ দেবোত্তর এস্টেটের পুরাতন কমিটির সকল দূর্নীতির একটি শ্বেতপত্র অবিলম্বে প্রকাশের দাবী জানান।
অনুষ্ঠানের শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় রাজবাড়ীতে একটি গাছের চারা লাগিয়ে কর্মসূচীর শুভ সুচনা করেন জেলা প্রশাসক।
Leave a Reply