নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরে ৩শ শিক্ষার্থীসহ দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আমেরিকান মানবকল্যাণ মুলক সংগঠন বি-দেশ ফাউন্ডেশন।
২৭ ডিসেম্বর সোমবার দিনাজপুর শহরের বালুবাড়িস্থ গ্রীণ ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে আমেরিকান মানবকল্যাণ মুলক সংগঠন বি-দেশ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ও আসিয়াব পাবনা এর বাস্তবায়নে স্কুলের শিক্ষার্থীসহ দুঃস্থ্য মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে গ্রীণ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক লুৎফা আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল-মুঈদ। এছাড়াও স্কুলের প্রধান নির্বাহী মো. শাহরিয়ার হোসেন বিপ্লব এর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহরের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, আসিয়াব পাবনা এর প্রতিনিধি মুরাদ হোসেন।
বক্তব্য শেষে গ্রীণ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীসহ ৩শ দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
Leave a Reply