নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ১৪২৭ বাংলা সনের আসন্ন নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সাইদুর-সারওয়ার বাবু প্যানেল মনোনয়নপত্র দাখিল করেছে।
২৭ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এ্যাড আনোয়ার কামাল এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান কার্যকরী কমিটির সভাপতি এ্যাড. নুরুজ্জামান জাহানী এর নেতৃত্বে সাইদুর-সারওয়ার বাবু প্যানেল।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাসনে ইমাম নয়ন, প্যানেলের সভাপতি পদপ্রার্থী এ্যাড. মো. সাইদুর রহমান, সহ সভাপতি পদে এ্যাড মো. মজিবর রহমান, এ্যাড. মেহবুব হাসান চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী এ্যাড সারওয়ার আহমেদ বাবু, সহ সাধারণ সম্পাদক পদে এ্যাড মো. শরিফুল আলম, এ্যাড মোকসেদুর রহমান সাহাজাদা, কোষাধ্যক্ষ পদে রনি চন্দ্র রায়, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাড মোছা. সাহিমা সুলতানা, সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে এ্যাড মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক পদে এ্যাড সাথী দাস, সদস্য পদে এ্যাড আবুল কালাম আজাদ (৫), এ্যাড মিজানুর রহমান শাহ, শুভ বিশ্বাস, সাবিনা ইয়াসমিন (২), এ্যাড ফিরোজ জামান।
এছাড়াও মনোনয়নপত্র দাখিলের সময় নির্বাচন কমিশনার এ্যাড. রঞ্জিত কুমার ও এ্যাড. ইকবাল রায়হান সোহেল, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদসহ অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ দাখিলের সময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ৫১৬ জন আইনজীবীর ভোটাধিকার প্রয়োগে আগামী ৫ সেপ্টেম্বর ২০২০ইং তারিখ দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ১৪২৭ বাংলা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছেন।
Leave a Reply