দিনাজপুর প্রতিনিধি।- দিনাজপুর জেলা জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) এর ত্রি-বার্ষিক নির্বাচন গতকাল মঙ্গলবার দিনাজপুর জেলা নাসিব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিব কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের পরিচালক ও জেলা নাসিবের সভাপতি মতিউর রহমান। সভায় সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোটের্র এ্যাড. এমএ মজিদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। তিনি জানান ১৭টি পদের জন্য ১৭টি মনোয়নপত্র জমা হয়। তাই প্রত্যেককে নির্বাচিত ঘোষণা করা হয়। সভাপতি মতিউর রহমান (বাংলা প্রিন্টার্স), সিনিয়র সহ-সভাপতি সম্পা দাস মৌ (অঞ্জলি বুটিকস), সহ-সভাপতি জিনাত রহমান (অনন্যা বিউটি পার্লার) ও রেজওয়া খানম মুকু (হস্ত শিল্প উৎপাদন কেন্দ্র)। এছাড়াও ১৩ জন নির্বাহী সদস্য হচ্ছেন যথাক্রমে- রেবেকা সুলতানা (রুপসী বিউটি পার্লার), আসমা আহমেদ মুন (মুন’স বিউটি পার্লার), হাবিবা হাসনা পারভীন (নিউ ওমেন কালেকশন), কাওসারুন নাহার (কিরণ কালেকসন্স), জেনিফা নওশিন (সম্পূর্ণা বিউটি পার্লার), ফারহানা রেজওয়ান ইলা (দেশি মশলা ঘর), সৈয়দা সিলিভিয়া আক্তার (জাভিয়ানস এক্সুসিভ কালেকসন্স), শুক্লা সাহা (মুড়ি দোকান), আব্দুর রাজ্জাক (মেসার্স রাজু ট্রেডার্স), মোঃ মোসাদ্দেক হোসেন (মোসাদ্দেক টি ফার্ম), জয়ন্ত কুমার মিশ্র (মিশ্র টেলিকম এন্ড কম্পিউটার), রাজিয়া সুলতানা (আর জেড বুটিকস হাউস) ও চন্দনা রানী মহন্ত (চন্দনা টেইলার্স)।
Leave a Reply